সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পঁচাত্তর সালে গ্রেফতার হয়েছিলাম

বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

পঁচাত্তর সালে গ্রেফতার হয়েছিলাম

ড. সিদ্দিকুর রহমান

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করায় ১৯৭৫ সালে সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলাম। জামালপুরের দেওয়ানগঞ্জে সেনাক্যাম্পে দিনভর আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। ড. সিদ্দিকুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম। সেদিন ছিল শুক্রবার। সকালে রেডিওতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এ দুঃসংবাদ পাই। মুহূর্তেই ক্যাম্পাস থমথমে হয়ে পড়ে। একজন মুজিব সৈনিক হিসেবে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ জানানোর উদ্যোগ নিই। ওইদিনই বিকালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করি। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তা এবং কয়েকশ ছাত্র আমার ডাকে সাড়া দেয়। তাদের নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করি। মিছিল শেষে সমাবেশ করা হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে, এ খবর চলে যায় তৎকালীন সামরিক প্রশাসনের কাছে। সেনাবাহিনী এসে আমাকে তুলে নিয়ে যায়। তারপর একে একে আমার সহকর্মী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে এম সাইদুল হক চৌধুরী, প্রয়াত অধ্যাপক শরফুদ্দীন আজাদ, ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী রহমত উল্লাহ, বাকৃবির রেজিস্ট্রার নজিবুর রহমান এবং বাকৃবির তৎকালীন ভিপি মোহাম্মাদ আলীকে ধরে নিয়ে যায়। আমাদের আটকে রাখে দেওয়ানগঞ্জ সেনাক্যাম্পে। সারাক্ষণ অজানা আতঙ্কের মধ্যে ছিলাম। জিজ্ঞাসাবাদের নামে দফায় দফায় অকথ্য নির্যাতন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিনা অপরাধে ধরে নিয়ে সেনাক্যাম্পে নির্যাতনের ঘটনা কোনো স্বাধীন দেশে ওই সময় ছিল নজিরবিহীন। একপর্যায়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হলে ছাত্র বিক্ষোভের আশঙ্কায় আমাদের ছেড়ে দেয়। ড. সিদ্দিকুর রহমান বলেন, তারপর ওপর মহলের নির্দেশে আমাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। অগত্যা বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাই। এরপর একে একে কেটে গেছে ৪২ বছর। আগস্ট মাস এলেই সেদিনের কথা মনে পড়ে। আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি। দেশ স্বাধীন হওয়ার পর নিজভূমে জাতির পিতাকে এভাবে জীবন বিসর্জন দিতে হবে কেউ কখনো কল্পনাও করেনি।

সর্বশেষ খবর