মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিত্যনতুন কৌশলে ইয়াবা পাচার

আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দেওয়াই উদ্দেশ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিত্যনতুন কৌশলে হচ্ছে ইয়াবা পাচার। কখনো আখের ভিতর, কখনো পিয়াজের ভিতর কিংবা রান্না করা মাংসের সঙ্গে। অভিনব কায়দায় পাচার হচ্ছে এসব মরণ নেশা ইয়াবা। প্রশাসনের দাবি, বিগত যে কোনো সময়ের চেয়ে অধিক সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধোঁকা দিতে ইয়াবা পাচারে অভিনব সব কায়দা অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শামীম আহমেদ বলেন, ‘মাদক পাচার রোধে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করায় ইয়াবা ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করছে।’ তিনি বলেন, ‘গত জুলাই থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর বিভিন্ন এলাকায় তিন শতাধিক অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৪টি মামলা করা হয়।’ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ইয়াবা পাচার ঠেকাতে তারা জিরো টলারেন্স। পুরনো পদ্ধতি অনুসরণ করতে গিয়ে অনেক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে প্রতিনিয়ত। তাই  ইয়াবা পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের নতুন সব কৌশলে বিস্মিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা। এরই মধ্যে মিষ্টিকুমড়া, কাঁঠাল, বেল, তরমুজ, খেজুর, কালোজামসহ বিভিন্ন ফলের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা। এ ছাড়া জুতা, ল্যাপটপ, হ্যান্ড গ্লাভস, ক্যাপ, বাঁশ, হেলমেট, কাঠের ফার্নিচার, খেলনা গিটার, পাকস্থলী, গোপনাঙ্গসহ বিভিন্ন মাধ্যমে পাচার হওয়ার সময় উদ্ধার করা হয় ইয়াবা। গ্রেফতার এড়াতে বিলাসবহুল গাড়ি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করেও মাদক পাচার করছে মাদক ব্যবসায়ীরা।

এদিকে, সোমবার ভোরে পতেঙ্গায় শিল্পের কাঁচামাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ ট্রাকচালক শফিকুল ইসলাম (৩৭) ও সহকারী জালাল উদ্দিনকে (১৮) আটক করে র‌্যাব-৭। ট্রাকটি চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাচ্ছিল ঢাকার ডেমরায়। তেলের ট্যাংকের ভিতরে নিয়ে নেয়। ঢাকায় ডেলিভারি দেওয়ার কথা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর