মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

গ্যাস অনুসন্ধানে সহায়তা দেবে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে পাওয়ার শেয়ারিং ও গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে পাওয়ার শেয়ারিংয়ের কাজ এগিয়ে নিতে যৌথ    ওয়ার্কিং কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইউ উইং খাইং। বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপক্ষীয় বৈঠকের জন্য বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এখন মিয়ানমারে অবস্থান করছেন। গতকাল নাই পাই তাউ-এ দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে এই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আলোচনা করা হয়।

সর্বশেষ খবর