মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ষোড়শ সংশোধনী বাতিলের রায় চক্রান্তের নতুন রূপ : নাসিম

নিজস্ব প্রতিবেদক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় চক্রান্তের নতুন রূপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী  মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, রায় বলেন আর পর্যবেক্ষণ বলেন এগুলো সবই চক্রান্তের নতুন রূপ। সেটা শেখ হাসিনাকে ঠেকানোর জন্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ-স্বজন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এতে বক্তব্য দেন।

নাসিম আরও বলেন, শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ তিনি পঁচাত্তর এবং একাত্তরের ঘাতকদের বিচার করেছেন।

সর্বশেষ খবর