বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বৃক্ষ রোপণ আন্দোলনে পরিণত হয়েছে : জ্যাকব

চরফ্যাশন প্রতিনিধি

বৃক্ষ রোপণ আন্দোলনে পরিণত হয়েছে : জ্যাকব

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বৃক্ষরোপণ সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক বনায়ন গ্রামীণ জনপদকে আর্থ সামাজিক উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে নতুন দিগন্তের সূচনা করেছে। ভোলা জেলায় তিন দিনব্যাপী ১০ লাখ বৃক্ষরোপণের সমাপনী দিনে গতকাল চরফ্যাশনের নীলকমলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বনায়ন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন উপশ্রম ও অভিযোজন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশ আজ সবুজায়ন আন্দোলনে পরিণত হয়েছে। এজন্যে পরিলক্ষিতভাবে দেশব্যাপী গাছ লাগানোর মাধ্যমে বিপ্লব ঘটাতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে তাপমাত্রা উত্তপ্তের কারণে পাল্টে যাচ্ছে আবহাওয়া। এ অবস্থা থেকে উত্তরণে দেশব্যাপী ব্যাপক বনায়নে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে ।

সর্বশেষ খবর