বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উন্নয়ন শব্দের অপব্যবহার হচ্ছে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশে উন্নয়ন শব্দের অপব্যবহার করা হচ্ছে। বস্তিবাসীদের উচ্ছেদ করে কখনো উন্নয়ন হয় না। যেসব রাজনীতিক কানাডা-মালয়েশিয়ায় বাড়ি বানিয়েছেন তাদের বিবেচনায় নিয়ে উন্নয়নের ব্যাখ্যা করা যায় না। এই ব্যাখ্যার সঙ্গে এদেশের ১৭ কোটি মানুষের অবস্থার বিচার করা ঠিক হবে না। যারা বিদেশে বাড়ি বানিয়েছেন তাদের দ্বারা দেশের মঙ্গল আশা করা যায় না। তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারেনি। আমরা যারা এখানে আছি তারা জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করব।

গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে গণফোরাম-ঢাকা মহানগর আয়োজিত ‘গরিবের জন্য বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সর্বশেষ খবর