শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
শোক দিবসে ক্লাস নেওয়ার অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফোর্সলিভ

কুমিল্লা প্রতিনিধি

জাতীয় শোক দিবসের দিন ক্লাস নেওয়ার অভিযোগে ছাত্রলীগের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক ভুঁইয়া তারেককে এক মাসের ছুটিতে পাঠানো হয়েছে।

কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে ছুটির কথা জানানো হয়েছে। 

সূত্র জানায়, শোক দিবসের অনুষ্ঠানের পর মাহবুবুল হক ভুঁইয়া শিক্ষার্থীদের ক্লাস নেন বলে অভিযোগ তুলে বুধবার থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এতে গত দুই দিনে কুবির বিভিন্ন বিভাগের পরীক্ষা ও ক্লাস স্থগিত

করা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ভিসি প্রফেসর ড. আলী আশরাফ বিষয়টি তদন্ত করতে সিন্ডিকেট সদস্য ডা. মোসলেহ উদ্দিন আহাম্মদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, ক্লাস করা কোনো অপরাধ হতে পারে না। আলোচনায় কারও সুনজরে আসার জন্য এসব আন্দোলন করা হয়েছে।

সর্বশেষ খবর