শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

একাত্তরের পরাজিত শক্তিও বিরুদ্ধে সজাগ থাকতে হবে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের নিরবচ্ছিন্ন উন্নতির ধারা দেখে একাত্তরের পরাজিত শক্তি হিংসায় জ্বলছে। তারা দেশের অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য শেখ হাসিনাকে হত্যার নানা ষড়যন্ত্রে লিপ্ত। ১৫ আগস্ট রাজধানীর পান্থপথে জঙ্গি তৎপরতা এসব ষড়যন্ত্রেরই অংশ। তাই এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে।

শামীম ওসমান গতকাল বিকালে বঙ্গবন্ধু স্মরণে ফতুল্লার জালকুড়ি, নন্দলালপুর, পাগলা, পঞ্চবটীসহ বিভিন্ন স্থানে দুস্থদের জন্য আয়োজিত ভোজ অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।

শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়নের কথা জানিয়ে আরও বলেন, ২৫০ কোটি টাকা ব্যয়ে ঢাকা- নারায়ণগঞ্জ বিশ্বরোডের ৬ লেন সড়ক নির্মাণ কাজ হবে। এ ছাড়া সেপ্টেম্বরের শেষের দিকে সেনাবাহিনী ডিএনডির সাড়ে ৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের কাজে হাত দেবে। উন্নয়নের পাশাপাশি এসব কাজের সঙ্গে সৌন্দর্যবর্ধনে নেওয়া হবে দৃষ্টিনন্দন উদ্যোগ। এসব অনুষ্ঠানে শামীম ওসমানের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, শওকত আলী, নাজিমউদ্দিন, যুবলীগ নেতা শাহ নিজা, জাকিরুল আলম হেলাল, শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা এহসানুল হক নীপু, সাফায়েত আলম সানি, মিজানুর রহমান সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল আলম সজল, জুয়েল হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর