শিরোনাম
শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

৩৩ রপ্তানি পণ্যে ভর্তুকি দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি বাণিজ্যে সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তার হার নির্ধারণ করল। নতুন বাজার সম্প্রসারণ ও অপ্রচলিত পণ্য রপ্তানিতে এ ভর্তুকি দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ থেকে রপ্তানি করতে জাহাজিকরণ হয়েছে এমন ৩৩ পণ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই ভর্তৃকির হার ৪ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দেওয়া হবে। গতকাল বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে : দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার জন্য চলতি অর্থবছরে কিছু পণ্যে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়ার  সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। ৩০ জুন, ২০১৮ পর্যন্ত নিম্নোক্ত হারে ভর্তুকি সহায়তা দেওয়া হবে। পণ্য ও ভর্তুকির পরিমাণ হচ্ছে— বস্ত্র খাতে শুল্কবন্ডের পরিবর্তে ৪, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎপাদিত পণ্যে ৪, বস্ত্রপণ্যে নতুন রপ্তানিতে ৩, ইউরো অঞ্চলে বস্ত্র খাতে ৬, হোগলা-আখের ছোবড়ায় ২০, কৃষিজাত পণ্যে ২০, গরু-মহিষের নাড়ি-ভুঁড়িতে ১০ শতাংশ।

 এ ছাড়া ব্র্যান্ডিং চামড়াজাত পণ্যে সিলিং নির্ধারণ করা হয়েছে। রপ্তানি পরিমাণের ওপর সিলিং নির্ধারণ করে এ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ব্যাগ ৪৫ মার্কিন ডলার, বুট ও পাদুকা ৩৫ ডলার, স্যানডেল ২০ ডলার, মানিব্যাগ ৩০ ডলার, ভ্যানিটি ব্যাগ ৩৫ ডলার ও বেল্ট রপ্তানিতে ২৫ ডলার করে দেওয়া হবে। সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে আইটিএস ও হার্ডওয়্যারে ১০, সিনথেটিকে ১৫, অ্যাকুমুলেটর ব্যাটারিতে ১৫, এপিআই ফার্মাসিউটিক্যালসে ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে।

সর্বশেষ খবর