শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সম্ভাবনার দ্বার খুলছে প্রবাসী বিনিয়োগের

১৯ দেশের প্রবাসী নিয়ে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সম্ভাবনার দ্বার খুলছে প্রবাসী বিনিয়োগের

এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন কারণে দীর্ঘদিন দেশের সঙ্গে এসব প্রবাসীর বন্ধনে দূরত্ব সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি তরুণ প্রজন্মের যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি প্রভৃতি দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, দেশের প্রতি তাদের টান ক্রমেই কমছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই দৃষ্টিকোণ থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের দেশমুখী করতে, দেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে দেশের প্রতি বিনিয়োগে আগ্রহী করার প্রয়াসে সিলেটে হতে যাচ্ছে ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’।  এই কনভেনশন প্রবাসীদের দেশে বিনিয়োগের সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে এ কনভেনশন। সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী এ কনভেনশনে বিশ্বের ১৯টি দেশের প্রবাসী ও বাংলাদেশি ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ কনভেনশনের আয়োজন করেছে। আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি ব্যবসায়ী ও তরুণ শিল্পোদ্যোক্তাদের দেশে বিনিয়োগে আগ্রহী করতে এবং প্রবাসী নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে ধারণা দিতে ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়। কনভেনশন যাতে পরিপূর্ণ হয়, এজন্য বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন আয়োজকরা। এতে বিপুল সাড়া পাওয়ার পর চূড়ান্তভাবে কনভেনশন আয়োজনের উদ্যোগ এগিয়ে নেওয়া হয়। এ কনভেনশনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, হল্যান্ড, স্পেন, কানাডা, কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ ১৯টি দেশের বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা অংশগ্রহণ করবেন। কনভেনশনে প্রবাসী প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী এবং প্রবাস ছেড়ে দেশে আসা শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা বক্তব্য রাখবেন, নিজেদের অভিজ্ঞতার কথা বলবেন। তারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী করার জন্য উত্সাহমূলক বক্তব্য রাখবেন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠিতব্য কনভেনশনে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরতে সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজনের ব্যবস্থা থাকবে। এ ছাড়া সিলেটসহ সারা দেশে বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে, শিল্পায়নের যে অবারিত সুযোগ রয়েছে এসব বিষয় সম্পর্কেও সেমিনার, সিম্পোজিয়াম ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। আয়োজকরা বলছেন, এ কনভেনশনের মাধ্যমে সিলেট তথা বাংলাদেশ শিল্পায়নে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ সৃষ্টি হবে; লাভবান হবে বাংলাদেশের অর্থনীতি। আয়োজক দুই চেম্বারের নেতৃবৃন্দ বলেন, সিলেটের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই খাতে প্রবাসীদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ছাড়া ভারতের সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যে সিলেটের সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য রফতানির সুযোগ রয়েছে। এসব পণ্য উত্পাদনের জন্য প্রবাসী বিনিয়োগে সিলেটে একটি স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করা যেতে পারে। এ ছাড়া সিলেটে যেসব খনিজ সম্পদ রয়েছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সিলেটে অনেক শিল্পকারখানা গড়ে উঠতে পারে। এনআরবি কনভেনশনে এসব সম্ভাবনার কথা তুলে ধরা হবে। এতে প্রবাসী শিল্পোদ্যোক্তাদেও দেশে বিনিয়োগে আগ্রহী করে তোলার সুযোগ সৃষ্টি হতে পারে। আর প্রবাসীদের শিল্পকারখানায় বিনিয়োগ করানো গেলে পরবর্তী প্রজন্মেরও দেশের প্রতি সম্পর্কের সেতুবন্ধন তৈরি হবে। তারাও দেশে বিনিয়োগে আগ্রহী হবে। এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন শুধু যে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে তা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে দেশের প্রতি আলাদা টান সৃষ্টি করবে। আর কনভেনশনের মাধ্যমে প্রবাসীদের দেশমুখী করা সম্ভব হলে এদেশে তাদের বিনিয়োগ বাড়বে। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।’ ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এনাম আলী এমবি বলেন, ‘আর এক প্রজন্ম পরে ইউরোপ-আমেরিকায় বাংলাদেশি প্রবাসী বলে কেউ থাকবে না। যারা আছেন, সবাই সংশ্লিষ্ট দেশের নাগরিক হয়ে যাবেন। বর্তমান প্রবাসী নতুন প্রজন্ম এখনই নানা নেতিবাচকতার কারণে দেশের প্রতি আগ্রহী নয়। এর পরের প্রজন্ম দেশমুখী হবে না। এ কনভেনশনের মাধ্যমে বিশেষ করে প্রবাসী নতুন প্রজন্মকে দেশের প্রতি আগ্রহী করে তোলার প্রয়াস রয়েছে আমাদের।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর