শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রায়ের বিরুদ্ধে সরকারের আন্দোলন ভয়ঙ্কর : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

উচ্চতর আদালতের রায়ের বিরুদ্ধে সরকারের আন্দোলন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানবাধিকার কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। ষোড়শ সংশোধনী বাতিল রায়ের বিরুদ্ধে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যের তীব্র সমালোচনা করে মওদুদ আহমদ বলেন, ‘পৃথিবীর কোথাও নজির নেই, উচ্চতর আদালতের একটি রায়ের বিরুদ্ধে সরকার আন্দোলন করে। এটা ভয়ঙ্কর অবস্থান। আমরা বুঝতে পারছি না, কোন দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে।’ ‘গুম, খুন, অপহরণ ও জুলুম-নির্যাতনবিরোধী’ এ কনভেনশনে মওদুদ বলেন, ‘আমরা বলে এসেছি বিচার বিভাগ আছে কিন্তু সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। নিম্ন আদালত একেবারেই স্বাধীনভাবে কাজ করতে পারে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর