শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে সবজির বাজার বন্যার প্রভাবে অস্থির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সবজির বাজার বন্যার প্রভাবে অস্থির

বাজার দর

উত্তরবঙ্গে বন্যার প্রভাবে অস্থিরতা বিরাজ করছে চট্টগ্রামে সবজির বাজারে। ৬০ থেকে ৭০ টাকার নিচে কোনো সবজি মিলছে না। ফলে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস উঠছে। তবে মোটামুটি স্থির আছে মাছের দাম এবং কমেছে ব্রয়লার মুরগির দাম। তবে ক্রেতাদের অভিযোগ, স্থানীয়ভাবে উত্পাদিত হয় এমন সবজিও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী উত্তরবঙ্গের বন্যার অজুহাত দিয়ে সবজি বেশি দামে বিক্রি করছে। কাঁচা সবজির বাজার নিয়ন্ত্রণে না থাকায় ইচ্ছামাফিক দাম বাড়ায় বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামের বাজারে তিত করলা ও চিচিঙ্গা আসে রাঙামাটি থেকে, কাঁকরোল ও মরিচ আসে সীতাকুণ্ড-মিরসরাই থেকে। তাছাড়া প্রায় সবজি দেশের অন্যান্য জেলা থেকে আসছে। কিন্তু উত্তরবঙ্গের প্রায় উপজেলায় বন্যার পানি উঠছে। অনেক সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। বর্তমানে বাজারে পাওয়া সবজির মধ্যে বেশিরভাগই নওগাঁ, যশোরসহ বিভিন্ন জেলা থেকে আসা। গতকাল নগরের প্রধান কাঁচা বাজারে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকা, তিত করলা ৭০ টাকা, কাঁকরোল ৬০, ফুলকপি ৮০, বাঁধাকপি ৯০, কাঁচা মরিচ ১২০, চিচিঙ্গা ৬০, ঝিঙ্গা ৭০, আলু ২০, টমেটো ১২০, পিয়াজ ৫০ থেকে ৫৫ টাকা। তবে দুই সপ্তাহ আগেও প্রতিটি সবজির দাম ১৫ থেকে ২০ টাকা কম ছিল।

বক্সির বাজারে সবজি বিক্রেতা করিম উদ্দিন বলেন, ‘বন্যা, ক্ষতিগ্রস্ত সড়কসহ নানা কারণে অন্য জেলা থেকে সবজি কম আসছে। তাই এখন সবজির দাম একটু বেশি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে সবজির সরবরাহ বাড়বে। তখন সবজির দাম কমবে।’ এদিকে, বাজারে নানা প্রকারের মাছের দাম স্থির আছে। গতকাল বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয় ১৮০ থেকে ২০০, কাতল মাছ ২০০, তেলাপিয়া মাছ ১৩০, লইট্টা মাছ ১০০ টাকা। তবে বাজারে গত কয়েকদিন ধরে ব্রয়লার মুরগির দাম কমছে। গতকাল বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১১৫ থেকে ১২০ টাকা। প্রতিকেজি সোনালি বিক্রি হয় ২৪০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর