রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সুন্দরবন রক্ষায় চার প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবন সংলগ্ন এলাকায় ক্ষতিকর শিল্প-কারখানা স্থাপনের অনুমোদনের প্রতিবাদসহ করণীয় বিষয়ে সরকারকে চার দফা প্রস্তাবনা দিয়েছে পরিবেশবিদরা। গতকাল খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সুন্দরবন সংলগ্ন শিল্প-কারখানা গড়ে ওঠার ক্ষতিকর প্রভাব ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় পরিবেশবিদরা এই প্রস্তাবনা ঘোষণা করেন। সুন্দরবন উপকূলীয় অঞ্চল সুরক্ষা প্রচারাভিযান ও জনউদ্যোগ, খুলনা এই আলোচনা সভার আয়োজন করে।

প্রস্তাবনাগুলো হচ্ছে— সুন্দরবন রক্ষায় নীতিনির্ধারক বা আইনপ্রণেতাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আইন বাস্তবায়নে পরিবেশ অধিদফতর দুর্নীতির আশ্রয় নেবে না, সুন্দরবনের জন্য ক্ষতিকর সব স্থাপনা, ব্যবসা ও উদ্যোগ বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবন রক্ষায় সরকার যেসব অঙ্গীকার করেছে তা রক্ষা করা।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় নানা বিধি-নিষেধ থাকা সত্ত্বেও জাতীয় পরিবেশ কমিটি ৬ আগস্ট সুন্দরবন সংলগ্ন এলাকায় ৩২০টি শিল্পকারখানাকে নীতিগত অনুমোদন দিয়েছে। সেগুলোর মধ্যে মারাত্মক দূষণকারী শিল্প-কারখানাও রয়েছে।

জনউদ্যোগ, খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, সুন্দরবনকে ধ্বংস করার জন্য এক অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে।

সর্বশেষ খবর