রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১০ আগস্ট ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম রায়ের এ দিন ধার্য করেন। এ মামলায় ৬৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এ দুই মামলায় অভিযোগপত্রভুক্ত ২৫ আসামির মধ্যে অন্য একটি মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে। এ কারণে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি আসামিদের মধ্যে ১২ জন কারাগারে ও ১২ জন পলাতক।

সর্বশেষ খবর