শিরোনাম
রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঈদে নৌ-নিরাপত্তায় ৯ দফা সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহায় নৌপথে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ৯ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। গতকাল কমিটির প্রধান উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ দাবি করেন। তাদের সুপারিশগুলো ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, সংসদীয় স্থায়ী কমিটি, নৌপরিবহন অধিদফতর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বেসরকারি লঞ্চ মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কাছে পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো— ভ্রাম্যমাণ আদালত গঠন, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের পাশাপাশি উপকূলীয় জেলার পুলিশকে নিরাপত্তায় যুক্ত করা, ফিটনেস ও নিবন্ধনবিহীন লঞ্চ চলাচল বন্ধ করা, লঞ্চঘাটে সিসিটিভি স্থাপন।

সর্বশেষ খবর