রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
এফইআরবির সেমিনারে বক্তারা

১০ বছরে গ্যাসের মূল্য তিন গুণ বাড়বে

নিজস্ব প্রতিবেদক

সরকার যে ৫০ কোটি ঘনফুট গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে, তা ব্যবহার শুরু হলে গ্যাসের দাম আড়াই গুণ বাড়াতে হবে। আর সে হিসাবে আগামী ১০ বছরে গ্যাসের দাম তিন গুণ বাড়বে। গতকাল বিদ্যুৎ  ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানির দাম ও জাতীয় অর্থনীতি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. ম তামিম।

 

সর্বশেষ খবর