রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর রক্তে কোনো আপস ছিল না

—ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন। একটু আপস করলেই তিনি বিপদমুক্ত থাকতে পারতেন। কিন্তু কোনো ধরনের আপস বঙ্গবন্ধুর রক্তে ছিল না।

তিনি গতকাল রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : একজন প্রতিবাদী মানুষের প্রতিকৃতি’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি  বঙ্গবন্ধু সম্পর্কে আরও বলেন, আমরা তাকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছি। তবে জন্ম জন্মান্তর ধরে যারা বাংলাদেশকে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝে বঙ্গবন্ধু বেঁচে থাকবেন। তাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে ইতিহাসচর্চায় গুরুত্ব দিতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম ইতিহাসবিমুখ হয়ে পড়েছে মন্তব্য করে আবদুল মান্নান বলেন, বর্তমান প্রজন্ম ইতিহাস জানার প্রয়োজন মনে করে না, আর আমরাও জানানোর প্রয়োজন মনে করি না। আমাদের সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তরুণরা যত বেশি নিজের দেশের ইতিহাস জানবে ততো বেশি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’ এই অনুষ্ঠানের আয়োজন করেন। ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

সর্বশেষ খবর