সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০, খাসি ২০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

এ বছর ঈদে কোরবানির পশুর চামড়া সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। গরুর চামড়ার মূল্য প্রতি বর্গফুট ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা দরে কিনতে হবে। এ ছাড়া সারা দেশে খাসির চামড়ার মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়ার মূল্য ধরা হয়েছে ১৫ থেকে ১৭ টাকা। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চামড়া শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই দাম ঘোষণা করেন। গত বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ঢাকায় ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা দরে কিনেছিলেন ব্যবসায়ীরা। এ ছাড়া খাসির চামড়ার মূল্য ছিল প্রতি বর্গফুট ১৫ থেকে ২০ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর