সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রাজশাহীর মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল সোয়া ১০টা থেকে শিক্ষার্থীরা কাগজের ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা জানায়, তাদের স্কুলে শিক্ষকের পদ মাত্র ছয়জন। এর মধ্যে দীর্ঘদিন ধরেই একজন শিক্ষকের পদ শূন্য। গত ১৭ আগস্ট একজন শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এখন শিক্ষকের অভাবে তাদের নিয়মিত ক্লাস বন্ধ হতে চলেছে। বর্তমানে তাদের স্কুলে ইংরেজি ও গণিতের কোনো শিক্ষক নেই। আর ক্লাস বন্ধ হওয়ায় তারা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হয়েছে। এদিকে, খবর পেয়ে মোহনপুর ইউএনও শুক্লা সরকার     ঘটনাস্থলে যান। এ সময় তিনি দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর