সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় স্বপ্নদলের নাটক ‘হরগজ’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় স্বপ্নদলের নাটক ‘হরগজ’

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মদিন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ আয়োজিত তিন দিনের ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৭’ গতকাল শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে দলটির প্রযোজনায় মঞ্চস্থ হয় নাটক ‘হরগজ’। নাটকটির নির্দেশনা দিয়েছেন—স্বপ্নদল অধিকর্তা জাহিদ রিপন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের সমাপ্ত ঘোষণা করেন নাট্যজন ড. ইনামুল হক। অপরদিকে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানে একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে চলছে ছয় দিনব্যাপী আরেকটি ‘সেলিম আল দীন উৎসব’।

জাগো জাগো চলো মঙ্গল পথে : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বিশেষ আয়োজন। ‘জাগো জাগো, চলো মঙ্গল পথে’ স্লোগানে গতকাল রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে কবিগুরুর গান, কথামালা আর শ্রুতিনাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আয়োজক সংগঠনটি। বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণের এই আয়োজনে সহযোগিতায় ছিল ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। প্রথমেই ছিল আলোচনা অনুষ্ঠান। এতে একাডেমির সভাপতি কবি আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্র চেয়ার’ অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণ সম্পাদক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী বুলবুল মহলনবীশ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কামরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর