সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ঈদে ২০ হাজার কোটি টাকার নতুন নোট

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২০ হাজার কোটি টাকার নতুন নোট সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৭ আগস্ট থেকে নতুন টাকার বিনিময় শুরু হবে। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় নতুন নোট পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবার একজনে বিভিন্ন মূল্যমানের সর্বোচ্চ সাড়ে ১৮ হাজার টাকার নোট বদলিয়ে নিতে পারবেন। তবে চাহিদা কম থাকায় এবার ২ টাকার নোট বিনিময়ের সুযোগ রাখা হচ্ছে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, আগামী ২৭ আগস্ট থেকে ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর