সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

লন্ডনে বসে বন্যার্তদের নিয়ে স্ট্যান্টবাজি করছেন খালেদা জিয়া : নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ভয়াবহ বন্যায় মানুষের পাশে না দাঁড়িয়ে লন্ডনে বসে স্ট্যান্টবাজি করছেন। সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল শাখা এ সভার আয়োজন করে।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি লন্ডনে যাওয়ার আগে বলে গেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না। কিন্তু সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

আর আপনি সেই নির্বাচনে আসবেন। কেননা একবার নির্বাচনে না আসার ভুল বুঝতে পেরেছেন। প্রধান বিচারপতিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি কীভাবে বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন? জাতিকে যখন শোষণ করা হচ্ছিল তখন বঙ্গবন্ধুর নেতৃত্বেই সবাই ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করেছিল। তিনি বলেন, আগামী একনেক বৈঠকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালকে ৫০০ শয্যায় উত্তীর্ণ করার প্রকল্প পাস করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতাল শাখার স্বাচিপ সভাপতি এম এস জহিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাচিপ সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর