সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বঙ্গবন্ধু আজীবন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, লড়েছেন। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শিখিয়েছেন। বৈষম্যের বিরুদ্ধেই বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু যতটুকু দেখছি— দেশে এখনো বৈষম্য আছে।অথচ এই বৈষম্যের কারণেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। বৈষম্যের বিরুদ্ধে সচেতন হওয়াই বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীতে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন আয়োজিত সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীর কুমার, ড. হোসনে আরা, প্রকৌশলী শাকিল আহমেদ ও ফিরোজ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর