বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

তৈরির সরঞ্জামসহ ৫০ লাখ জাল টাকা জব্দ, সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে ৫০ লাখ জাল টাকা ও রুপিসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন, রফিকুল ইসলাম ওরফে খসরু, লিয়াকত হোসেন ওরফে জাকির, রফিজুল ইসলাম, সোহাগ, আলাউদ্দিন, শহিদুল ইসলাম ও মোজাম্মেল হক। ডিবি বলছে, তারা পেশাদার জাল টাকা প্রস্তুতকারক ও বিক্রেতা। জব্দকৃত জাল টাকা পশুর হাটে ছাড়ার পরিকল্পনা করেছিল।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার  আবদুল  বাতেন  বলেন, সোমবার মোহাম্মদপুর থেকে খসরু, জাকির ও রফিজুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা ও রুপি তৈরির ল্যাপটপ, প্রিন্টার, কাঠের ফ্রেম, বিভিন্ন রং, সাদস্কচটেপ, লেমিনেটিং মেশিন, ডেকোরেটিং পাউডার, এডাবটর ইত্যাদি উদ্ধার করা হয়। একইদিন ফার্মগেট থেকে সোহাগ, আলাউদ্দিন, শহিদুল ইসলাম ও মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহূত ১টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার উদ্ধার করা হয়। যুগ্ম-কমিশনার বলেন, দুই গ্রুপের সাতজনের কাছ থেকে ৩৭ লাখ ৬০ হাজার টাকা ও ১১ লাখ ৫০ হাজার জাল রুপি উদ্ধার করা হয়েছে। ঈদ ও বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে জাল টাকা ছড়িয়ে দেওয়া হয়। কোরবানির ঈদে গরু কেনাবেচার সময় নগদ অর্থের লেনদেন হয়। এ সময় জাল টাকা প্রস্তুতকারী ও ব্যবসায়ীরা বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে জাল টাকার ছড়াছড়ি বেড়ে যায়। জাল টাকা প্রতিরোধে গরুর হাটে পুলিশের কন্ট্রোল রুম এবং ইজারা দারদের কাছে জাল টাকা শনাক্ত করণ মেশিন থাকবে। এদিকে, ডিবির আরেকটি টিম খিলগাঁও থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন মো. সাইদ হককে গ্রেফতার করেছে।

সর্বশেষ খবর