বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পশু জবাইয়ে কসাই দেবে চসিক

কোরবানির জন্য ৩৬১ স্পট নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরীর ৪১ ওয়ার্ডের ৩৬১ স্পটে কোরবানির পশু জবাই করতে দেবে। নির্ধারিত এসব স্থানে ইসলামী বিধানমতে পশু জবাই করতে মৌলভি, মাংস কাটার জন্য কসাই, কোরবানিদাতার বসার জন্য চেয়ার, রোদ-বৃষ্টি থেকে রক্ষায় শামিয়ানার ব্যবস্থা করবে চসিক। গতকাল  নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন। সিটি মেয়র বলেন, ‘৪১ ওয়ার্ডে চসিকের নির্ধারিত স্পট ছাড়া রাস্তার ওপর কিংবা উন্মুক্ত স্থানে পশু জবাই করা যাবে না। তবে কোরবানিদাতার বাসাবাড়ির আঙিনায় জায়গা থাকলে পশু জবাই করতে পারবেন।’ তিনি বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু হবে বেলা ১১টায়। সন্ধ্যা ৬টার মধ্যে নগরীর সব বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৪ হাজার পরিচ্ছন্নতা কর্মী, ছোট-বড় ২৫০টি গাড়ি নিয়োজিত থাকবে। বিকাল ৩টা থেকে বর্জ্য অপসারণকাজ পরিদর্শন করবেন চসিক কর্মকর্তারা। খোলা হবে নিয়ন্ত্রণ কক্ষ।

সর্বশেষ খবর