রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা বাতিল চায়ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা ও মূল্য কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত পর্যালোচনা সভায় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ দাবি জানান। আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের অজুহাতে ঈদুল আজহায় কাঁচা চামড়ার হ্রাসকৃত মূল্য নির্ধারণ করায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ইউনুছ আহমাদ বলেন, এতে গরিব-দুঃখী, কওমি মাদরাসা এবং প্রান্তিক চামড়া উৎপাদনকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ঈদুল আজহার চামড়া কওমি মাদরাসার গরিব ছাত্রদের ভরণ-পোষণের ব্যয় নির্বাহের একটি প্রধান উৎস। এ উৎসকে কৌশলে নষ্ট করার জন্যই চামড়ার হ্রাসকৃত মূল্য নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর