মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

‘পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর ভাষণ বাধ্যতামূলক করুন’

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্ম আগামী দিনের কর্ণধার। তাদেরকে সঠিক ইতিহাস জানানো আমাদের কর্তব্য। দেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে জানতে তাদের এ বিষয়ে অধ্যয়ন করতে হবে, গবেষণা করতে হবে। দেশের বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকেও বঙ্গবন্ধুর ভাষণ বাধ্যতামূলক করা উচিত। গতকাল ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও বিচার’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানান বক্তারা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এর আয়োজন করে।

আয়োজক সংগঠনের সভাপতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের সভাপতিত্বে এতে আৃৃরও বক্তব্য দেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রাশিদুল আলমসহ অন্যরা।

সর্বশেষ খবর