বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে জমজমাট পশু বেচাকেনা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

অবৈধ হাটের দাপটে  চট্টগ্রামে স্থায়ী-অস্থায়ী বৈধ পশুর হাটগুলো চরমভাবে কোণঠাসা হয়ে পড়ছে। যত্রতত্র অবৈধ হাটের কারণে বৈধগুলোতে বেচাকেনা কম হচ্ছে। ফলে ইজারাদাররা লোকসানের মুখে পড়ার শঙ্কা প্রকাশ করছেন। তবে অভিযোগ উঠেছে, ইজারাদাররা কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে নানা কৌশল বেছে নিয়েছে। বাজারে খুঁটি বাণিজ্য, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ও ত্রিপল টাঙানোর নামে পশু বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ জোরেসোরে উঠেছে।

এদিকে, চট্টগ্রামের বাজারগুলোতে পশু বিক্রি জমে উঠেছে। অনেক বাজারে চলছে রাতদিন সমানতালে বিকিকিনি।  চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, নগরে বর্তমানে স্থায়ী দুটি এবং অস্থায়ী ছয়টি পশুর হাট আছে। স্থায়ী দুটি হলো— সাগরিকা ও বিবিরহাট এবং কর্ণফুলী পশুর হাট, সল্টগোলা রেলক্রসিং পশুর হাট, স্টিলমিল পশুর হাট, হালিশহর কমল মহাজন পশুর হাট, পতেঙ্গা চসিক উচ্চবিদ্যালয় মাঠ (কাঠগড়) পশুর হাট ও পোস্তার পাড় পশুর হাট অস্থায়ী। চসিক বাজারগুলো দরপত্রের মাধ্যমে ইজারা দেয়। কিন্তু অবৈধ বাজারগুলো স্থানীয়ভাবে যার যেভাবে ইচ্ছা ১০-১৫ অথবা ২০ থেকে ৪০টি গরু নিয়ে বাজার বসিয়ে দিচ্ছে।

সর্বশেষ খবর