মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বাদশাহর সঙ্গে বৈঠক

সৌদিতে শ্রমিক নিয়োগ ও বাংলাদেশে বিনিয়োগের অনুরোধ এরশাদের

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব সফররত প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলসৌদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ ও সৌদিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের অনুরোধ জানিয়েছেন।

গত শনিবার স্থানীয় সময় দুপুরে পবিত্র মক্কা শরিফের মিনা প্যালেসে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী বাংলাদেশ প্রতিদিনকে জানান, সৌদি আরব থেকে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাকে মুঠোফোনে এ বৈঠকের বিষয়টি জানিয়েছেন। চল্লিশ মিনিট এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পার্টির চেয়ারম্যান সৌদি বাদশাহকে শ্রমিক নিয়োগসহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। দুই নেতা ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, নাসরিন জাহান রত্না। আগামী ৮ সেপ্টেম্বর এরশাদ দেশে ফিরবেন।

সর্বশেষ খবর