মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

যুদ্ধাপরাধ মামলার আসামিসহ মৃত্যু ছয়জনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় যুদ্ধাপরাধ মামলার এক আসামিসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এরা হলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইসহাক আলী (৭০), আদাবরে রোমান (২৪), খিলগাঁওয়ে টিপু সুলতান (৪৫), বনানীতে অজ্ঞাত নারী (৬৫), মিরপুরে তামিম (৫) ও মালিবাগে আবদুল (৩০)। পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

কারারক্ষী মমিনুল হক জানান, রবিবার বিকালে হাজতি ইসহাক আলী বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ১৪৪৪৯/১৭। ইসহাক যুদ্ধাপরাধের অভিযোগে মামলায় বিচারাধীন ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁ সদরে। আদাবর থানার এসআই হাবিবুর রহমান জানান, ঈদের দিন রাত সাড়ে ১০টার দিকে আদাবর রিং রোডের ২৮/২৯ আদর্শ ছায়ানীড় নামে একটি বাড়ি থেকে রোমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। মৃত টিপু সুলতানের ভাই মোশাররফ হোসেন বলেন, খিলগাঁও দক্ষিণ গোড়ানের ৩৭৫/১ নম্বর বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন টিপু সুলতান। বনানী থানা পুলিশ জানায়, ঈদের দিন সকালে বনানী চেয়ারম্যানবাড়ির সামনের রাস্তায় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মিরপুর থানা পুলিশ জানায়, ঈদের দিন সকালে মিরপুরের দক্ষিণ পীরের বাগে বাসার কাছে গরু দেখতে যায় ৫ বছরের শিশু তামিম। এ সময় রাস্তার পাশে থাকা স্টিলের রেক তার মাথায় পড়লে গুরুতর আহত হয়। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়। একই দিন মালিবাগে গরুর মাংস কাটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর