শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের সহযোগিতা করা ইমানি দায়িত্ব : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতা করা ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, মায়ানমার সরকারের সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা বর্বরোচিতভাবে মুসলমানদের হত্যা নির্যাতন ও ভিটাবাড়ি ছাড়া করছে। তা দেখে কোনো মুসলমান সহ্য করতে পারে না। এক মুসলমান অপর মুসলমানের বিপদে-আপদে সাহায্য সহযোগিতা করা ইমানের অংশ। সুতরাং মিয়ানমারের মুসলমানদের সাহায্য করতে বাংলার মুসলমানরা প্রস্তুত রয়েছে। তিনি বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন মিয়ানমার সরকার আরাকানের মুসলমানদের ন্যায্য অধিকার না দিবে ততক্ষণ পর্যন্ত মিয়ানমারের বিরুদ্ধে অবরোধ আরোপ করা সময়ের দাবি। সীমান্তে রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানান। 

সর্বশেষ খবর