বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্যানেলের বাইরে উপাচার্য নিয়োগ বিশ্ববিদ্যালয় আদেশের লঙ্ঘন

৩৩ সিনেট সদস্যের বিবৃতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করে প্যানেলের বাইরে থেকে অন্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩’ এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছেন সিনেট সদস্যরা। এ আদেশ লঙ্ঘনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর আঘাত এবং সিনেটকে অকার্যকর করার ষড়যন্ত্রের পথ সুগম হয়েছে বলে মনে করছেন তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন সিনেট সদস্যের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখে বিস্মিত হয়েছি। উপাচার্য নিয়োগের উদ্দেশে ২৯ জুলাই সিনেট কর্তৃক তিন সদস্যের প্যানেল বিষয়ে একটি রিট আবেদন আদালতে বিচারাধীন। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বপদে বহাল থাকবেন বলে উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত রয়েছে। এ অবস্থায় অন্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া সরকার, উচ্চ আদালত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিব্রতকর। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ ৩৩ জন সিনেট সদস্য এই বিবৃতিতে স্বাক্ষর করেন।

সর্বশেষ খবর