বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডিএনসিসির প্যানেল মেয়রের দায়িত্ব পালন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্যানেল মেয়র হিসেবে কাজ শুরু করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কমিশনার ওসমান গণি। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে কাউন্সিলর, ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীসহ সব শ্রেণির নাগরিকের সহায়তা কামনা করেছেন তিনি।

গতকাল সকালে রাজধানীর গুলশানে ডিএনসিসি আয়োজিত সংস্থাটির প্রধান কার্যালয়ের মিলাদ মাহফিলে প্যানেল মেয়র এ আহ্বান জানান। লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের দ্রুত আরোগ্য কামনা করে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ওসমান গণি বলেন, মেয়র আনিসুল হকের অনুপস্থিতিতে মেয়রের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর কাছে ঋণী ও কৃতজ্ঞ। তাই এ বিশাল দায়িত্ব পালনে আমি সব শ্রেণির নাগরিকসহ কাউন্সিলরদের ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা কামনা করছি। কারণ কোনো দায়িত্বই একা পালন করা সম্ভব হয় না। আনিসুল হক নির্বাচিত হওয়ার পর মেয়র হিসেবে নেওয়া বাস্তবায়নাধীন সরকারের চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আমি কাজ করে যাব। এ জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর