শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সাফল্য দেখিয়েছে : জ্যাকব

প্রতিদিন ডেস্ক

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর ও বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ব্যাপক সাফল্য দেখিয়েছে। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে পরিবেশের ওপর এশিয়া প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এ কথা বলেন। উপমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার পরও নিজস্ব অর্থায়নে ক্লাইমেট ট্রাস্ট ফান্ড গঠন করে বাংলাদেশ বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। পাশাপাশি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এটিও বিশ্বে প্রথম। তিনি বলেন, প্রকৃতি ও প্রতিবেশ বিশেষত: নদী, পাহাড়, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষায় বাংলাদেশ সরকার খুবই সচেতন। সব ধরনের দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার পরিবেশ সংক্রান্ত নীতি ও আইন যুগোপযোগী করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর