শিরোনাম
শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে আর্চ বিশপের বর্ণাঢ্য অভিষেক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আর্চ বিশপের বর্ণাঢ্য অভিষেক

আর্চ বিশপ মজেস এম কস্তাকে গতকাল পাল্লিউম বসনে ভূষিত করা হয় —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের নতুন প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ধর্মপ্রদেশের (আর্চ ডায়োসিস) আর্চ বিশপ মজেস এম কস্তা ঐতিহ্যবাহী ‘পাল্লিউম বসনে’ ভূষিত হলেন। সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দেওয়া অধিকার এবং দায়িত্বের চিহ্নস্বরূপ ভেড়া এবং মহিষের লোম দিয়ে তৈরি বিশেষ পোশাকে ভূষিত হলেন। এটি খ্রিস্ট সম্প্রদায়ের কাছে পরম সম্মান ও শ্রদ্ধার। গতকাল শুক্রবার সকালে নগরীর পাথরঘাটা সেন্ট প্লাডিসডস স্কুল প্রাঙ্গণে প্রায় তিন হাজার খ্রিস্ট ভক্তের উপস্থিতিতে বিরল এই সম্মানে ভূষিত হলেন তিনি।

ভাটিকান রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের নামে আর্চ বিশপ মজেস কস্তাকে পাল্লিউম পরিয়ে দেন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও, বরিশালের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, দিনাজপুরের বিশপ সেবাস্টিয়ান টুডু, খুলনার বিশপ জেমস রমেন বৈরাগী, ময়মনসিংহের বিশপ পল পনেন কুবি, রাজশাহীর বিশপ জেভার্স রোজারিও, সিলেটের বিশপ বিজয় ডি ক্রুজ, ঢাকার সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ, সাবেক সহকারী বিশপ থিয়োটনিয়াস গোমেজ এবং ভ্যাটিকান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মন্সিনিয়র লুকা মারাবিস।

বিকাল পাঁচটায় আর্চ বিশপ মজেস এম কস্তার সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গত ২ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিস চট্টগ্রাম ডায়োসিসকে চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ ডায়োসিসে উন্নীত করেন। বিশপ মজেস কস্তাকে প্রথম মেট্রোপলিটন আর্চ বিশপ হিসেবে নিয়োগ দেন। বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টানদের ৮টি ডায়োসিস আছে। এগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট ও বরিশাল। প্রতিটি ডায়োসিসে অন্তর্ভুক্ত আছে কয়েকটি প্যারিশ (চার্চ)। প্রতিটি চার্চের ধর্মযাজক ‘প্যারিস প্রিস্ট’ নামে অভিহিত। আর ডায়োসিসের প্রধান ধর্মযাজক হলেন একজন ‘বিশপ’। চট্টগ্রাম ডায়োসিসের এলাকা বাংলাদেশের ৯টি প্রশাসনিক জেলাজুড়ে বিস্তৃত। জেলাগুলো হল- চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। জেলাগুলোতে ক্যাথলিক খ্রিস্টানদের প্যারিশ বা চার্চ আছে ১১টি এবং সাব-প্যারিশ আছে ৫টি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর