শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিগগিরই রেলপথে নেপাল বাংলাদেশ বাণিজ্য শুরু হবে : রাষ্ট্রদূত

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুর-বিরল-রাধিকাপুর রেলপথের অবস্থার সন্তোষ প্রকাশ করে নেপালের রাষ্ট্রদূত বলেন, নেপাল বাংলাদেশের রেলপথে বাণিজ্য ত্বরান্বিত করার জন্য কাজ করছে। খুব শিগগিরই সরাসরি রেলপথে নেপাল-বাংলাদেশের বাণিজ্য শুরু হবে। গতকাল সকাল ১০টায় বিরল স্থলবন্দরের বিরল-রাধিকাপুর রেলপথের পাকুড়া চকশংকর এলাকার বি ডি সাইট রেলপথ পরিদর্শন কালে নেপালের রাষ্ট্রদূত এইচ ই প্রফেসর ড. চোপলাল ভুষাল এ কথা বলেন। তার সঙ্গে ছিলেন সহকারী রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলি ও রাষ্ট্রদূতের সচিব রিয়া সিয়াত্রী।

এ সময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর, দিনাজপুর কুঠিবাড়ী বিজিবির লে. কর্নেল মাহবুব মর্শেদ পিএসসি, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট জোনের বিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম, দিনাজপুর রেলওয়ের এইএন আবদুল হানিফ, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ ও জেলা পরিষদ সদস্য আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর