রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সু চির নোবেল প্রত্যাহারের দাবি হিন্দু সম্প্রদায়ের

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি করে অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহার করার দাবি জানিয়েছে দেশের হিন্দু সম্প্র্রদায়। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রীকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর  নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্র্রদায়ের নেতৃবৃন্দ এই দাবি জানান। সংগঠনের আহ্বায়ক নকুল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট

গৌতম চক্রবর্তী, দৈনিক ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, শ্যামপুর থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সদস্যসচিব সাংবাদিক সুজন দে, অমলেন্দু দাশ অপু প্রমুখ।

সর্বশেষ খবর