রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জাদুঘরে মুদ্রণশিল্পের অতীত নিয়ে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘরে মুদ্রণশিল্পের অতীত নিয়ে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন

আধুনিক মুদ্রণ পদ্ধতি এক সময়ে ছিল স্বপ্নের মতো। কারণ প্রাচীন আমলে মুদ্রণ কাজ সহজ ছিল না। তখন লাইনো, পিতল, জিংক, রাবারসহ নানা ব্লক তৈরি করে ছাপার কাজ করা হতো। বিজ্ঞানের উৎকর্ষতার ফলে সেসব এখন ইতিহাস। ফেলে আসা দিনের সেই ছাপার পদ্ধতিকে এ প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর। সে লক্ষ্যেই ‘অক্ষরযোচনার মাধ্যমে বাংলার প্রাচীন মুদ্রণকৌশল’ নিয়ে মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। এতে আলোচক ছিলেন লেখক-সাংবাদিক আবুল মোমেন, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহম্মদ জাহাঙ্গীর ও শিশুসাহিত্যিক আলী ইমাম। জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী হাশেম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

প্রদর্শনীর উদ্বোধন করার সময় হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, মুদ্রণশিল্পের ইতিহাস মানব ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর