সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে : পরিকল্পনামন্ত্রী

রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘের আসন্ন সাধারণ সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, রোহিঙ্গা নিয়ে সারা বিশ্বে জনমত সৃষ্টির চেষ্টা চলছে। আশা করি, জাতিসংঘের ওই সভায় বিশ্বের অন্য দেশও কথা বলবে। এ থেকে একটি সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে। গতকাল রাজধানীর শেরেবাংলানগর পরিকল্পনা কমিশনে ২০১৭-১৮ অর্থবছরের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আমরাও মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিলাম। এখন রোহিঙ্গারা তাদের দেশের সমস্যায় বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। সেটা মানবিক দৃষ্টিতে দেখতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সাময়িকভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর