শিরোনাম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিদের হুমকিতে ছিলেন রহমত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জঙ্গিদের হুমকিতে ছিলেন রহমত

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় আরও ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গতকাল সকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। এ দিন খাদেম রহমত আলীর প্রতিবেশী মনোয়ারা বেগম, আবদল কাদের, বাছের উদ্দিন, মোত্তালেব মিয়া, রহমত আলী ও নজরুল ইসলাম সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, জেরার উত্তরে সাক্ষীরা সবাই আদালতকে জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে খাদেম রহমত আলীর গলা কাটা লাশ রাস্তায় পড়ে থাকতে দেখেন। তবে সাক্ষী আবদুল কাদের, বাছের উদ্দিন, মোত্তালেব, রহমত আলী ও নজরুল ইসলাম আদালতকে জানিয়েছেন, চৈতার মোড়ের একটি মসজিদে জঙ্গিরা আস্তানা গেড়েছিল। মাজারের খাদেম রহমত আলী পীরের অনুসারী হওয়ায় জঙ্গিরা তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়। এ নিয়ে ভয়ে-আতঙ্কে চলাফেরা করতেন খাদেম রহমত। এ নিয়ে ৫৪ জন সাক্ষীর মধ্যে তিন দিনে বাদীসহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর