বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাণিজ্যের নতুন দুয়ার হচ্ছে জর্জিয়া

নিজস্ব প্রতিবেদক

জর্জিয়ায় বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে মনে করেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডেভিড জালাগানিয়া। তিনি ঢাকার সঙ্গে জর্জিয়ার রাজধানী তিবলিশের সরাসরি আকাশপথে উড়োজাহাজ চলাচল প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন।

গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে দুই দেশের ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা সভায় এসব কথা বলেন জর্জিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জালাগানিয়া। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে জর্জিয়ার রাষ্ট্রদূত আর্চিল জুলিয়াসভিলি, এফবিসিসিআই প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক এফবিসিসিআই পরিচালক শমী কায়সার এবং এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় দেশগুলোর বিভাগীয় প্রধান নানা গ্যাপরিনডাসভিলি, জর্জিয়ার অনারারি কনসাল রিয়াদ মাহমুদ প্রমুখ। সভা শেষে এফবিসিসিআই এবং জর্জিয়া চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় এফবিসিসিআই এবং জর্জিয়া চেম্বার তথ্য বিনিময় এবং কারিগরি, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে কাজ করবে। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন জর্জিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগের আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর