বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা নিধন বন্ধে এগিয়ে আসতে হবে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা নিধন বন্ধে এগিয়ে আসতে হবে : চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘রোহিঙ্গাদের ওপর মিয়ানমারে যে নির‌্যাতন এবং নৃশংসতা তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাংলাদেশ এক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসেছে। তাই বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে। আর মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানাতে হবে রোহিঙ্গা নিধন বন্ধ করে তাদের ভিটামাটি ফিরিয়ে দেওয়ার জন্য।’ গতকাল গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ইমামদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর