বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হঠাৎ বৃষ্টিতে নাকাল নগরবাসী

দিনভর হাঁটু পানি মাড়িয়ে যান ও জন চলাচল

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ বৃষ্টিতে নাকাল নগরবাসী

আকস্মিক বৃষ্টিতে এভাবেই তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ সড়ক —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে বিভিন্ন এলাকায় গতকালের হঠাৎ বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে মানুষ। বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলতে থাকে বিভিন্ন গণপরিবহন। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে বিপত্তির শিকার হয়। ফার্মগেট থেকে কারওয়ান বাজারের রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি আটকে পড়ায় বিপত্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ। বৃষ্টি থেমে যাওয়ার পর যানজট চরম আকার ধারণ করে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অপরিকল্পিত খননকাজের ফলে গণপরিবহন চলে মন্থর গতিতে। রাস্তায় যানবাহন না পেয়ে ভুগতে হয়েছে অনেককে। আবার গাড়িতে উঠতে পারলেও যানজটে আটকে থাকতে হয় দীর্ঘ সময়। অফিস ফেরত মানুষেরা বাড়ি ফিরতে বিপাকে পড়েন। আধ ঘণ্টার পথ পাড়ি দিতে লেগে যায় প্রায় দেড় ঘণ্টা। রাস্তায় পানি জমে থাকায় মিরপুর রোড, রোকেয়া সরণি, নিউ এলিফ্যান্ট রোড, মগবাজার থেকে মহাখালীগামী সড়ক, ডিআইটি  রোড ও প্রগতি সরণিতে যানজট সৃষ্টি হয়। বিমানবন্দর-শাহবাগ, গাবতলী-নিউমার্কেট, কুড়িল-প্রগতি সরণি-মালিবাগ, মিরপুর-মতিঝিল সড়কের মতো প্রধান সড়কগুলোতেও ছিল যানজট। এদিকে গণপরিবহনের সংকটে রিকশা আর সিএনজি ট্যাক্সি বাড়তি ভাড়া আদায় করেছে মানুষের কাছে। গতকালের বৃষ্টিতে দুর্ভোগে পড়েন কম আয়ের মানুষেরা। সবজিসহ কাঁচা পণ্য নিয়ে বিপাকে পড়েন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে - ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের অনেক স্থানে ভারি বৃষ্টিপাত বয়ে যেতে পারে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহীর কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর