শিরোনাম
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে : রওশন

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সংকট নিরসনে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারকে চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর বলপ্রয়োগের পথ ছেড়ে মিয়ানমার সরকারকে যৌক্তিক সমাধানের পথে আসতে হবে। কফি আনানের সুপারিশ বাস্তবায়ন হলে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবেন।’ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের ২৭১ কিলোমিটার বর্ডার। এটা পাহারা দেওয়া কঠিন। মিয়ানমার বর্ডারে মাইন পুঁতে রেখেছে। যা আন্তর্জাতিক আইনের বিরোধী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর