শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অভিবাসী শ্রমিকদের নিয়ে চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

অভিবাসী শ্রমিকদের নিয়ে চলচ্চিত্র উৎসব

অভিবাসীদের নিয়ে চলচ্চিত্র এবং অভিবাসীদের নির্মিত চলচ্চিত্র নিয়ে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো ‘সিউল অভিবাসী শিল্প ও চলচ্চিত্র’ শীর্ষক উৎসব।

গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হয় একদিনের এই উৎসব। চীনা নির্মাতা জিন শু নির্মিত ‘দ্য হুড’, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুই নির্মাতা ফরেস্ট ইয়ান এসলার ও সেবাস্তিয়ান সিমন নির্মিথ ‘দ্য ট্রাবল্ড টুবেডর’, বাংলাদেশের শেখ আল মামুনের ‘ডায়াস্পারা’, রবিন শেখের তথ্যচিত্র ‘মুক্তার মামা’, ও চলচ্চিত্র ‘সেইভিয়্যার’, নেপালের দাম্ভার সুবা নির্মিত ‘শী রেইজ এগেইন’, ফিলিপাইনের নাশ অঙ নির্মিত ‘রিচ ডেড পুওর ডেড’ ও কোরিয়ার লি হুয়াংজুং নির্মিত ছবি ‘দ্য লেটার’সহ উৎসবের চারটি পর্বে মোট আটটি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর