শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর জাকার্তা সফর

ইন্দোনেশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, এর আওতায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) আমদানি ও এর অবকাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়া বাংলাদেশকে সাহায্য করবে। জাকার্তা সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার সমর্থন প্রশংসনীয়। সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইগানসিয়াস জুনান বলেন, আগামীতে ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে শুধু জ্বালানি নয় অন্যান্য খাতেও কাজ করবে।

সর্বশেষ খবর