শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা ও এরশাদ মানবতাবাদী : বাবলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা পল্লীবন্ধু এরশাদ প্রমাণ করেছেন তারা সত্যিকারের মানবতাবাদী নেতা। রোহিঙ্গা শিবিরে শেখ হাসিনা ও এইচ এম এরশাদ যাওয়ার পর মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। আর প্রধানমন্ত্রীর দূরদর্শী কূটনৈতিক তত্পরতার কারণে অনেক পরাশক্তি রাষ্ট্রের পাশাপাশি চীন এবং ভারতও তাদের আগের অবস্থান থেকে সরে এসে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। গতকাল রাজধানীর কদমতলিতে স্থানীয় জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শামসুজ্জামাল কাজল, শেখ মাসুক রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, সুলতানা আহমেদ লিপি, মো. স্বাধীন, আনোয়ার হোসেন, ফয়েজ আহমেদ।

সর্বশেষ খবর