শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বগুড়ায় পূজা ঘিরে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আসছে শারদীয় দুর্গাপূজা। তাই সনাতন ধর্মের মানুষের মাঝে উৎসবের আমেজ লেগেছে। বগুড়া জেলায় মন্দিরগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন হতে শুরু করেছে। রং এর কাজ চলছে। চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। দেশের অন্য স্থানের মতো বগুড়াতেও সার্বজনীন এ উৎসবকে ঘিরে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে জোরেসোরে। বগুড়া জেলায় এবার ৬২০টি মণ্ডপে পূজার আয়োজন চলছে।  বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার পূজার ব্যয় বেড়েছে অনেক। জেলায় ৬২০টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর