রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আকাশসীমা লঙ্ঘনের জবাব দিতে হবে: পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের হেলিকপ্টার বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলে তার সমুচিত জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, দেশের আকাশসীমা বার বার লঙ্ঘন করার পরও বাংলাদেশ তার পাল্টা জবাব না দিয়ে নতজানু নীতি প্রদর্শন করছে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, বিশ্ব সন্ত্রাসী ও হায়েনা রাষ্ট্র মিয়ানমারের জান্তারা সে দেশের মুসলমানদের ওপর চরম নির্মমতা ও হত্যাযজ্ঞ চালিয়ে বিশ্ব ধিকৃত হচ্ছে। অন্যদিকে মিয়ানমার জান্তার হেলিকপ্টার বার বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এর জবাব বাংলাদেশ কেন দিচ্ছে না, তার জবাব জানতে চায় জনগণ। পীর চরমোনাই বলেন, মিয়ানমারের কোনো বিমান হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমায় পৌঁছামাত্র তা ভূপাতিত করে সেদেশের নির্বিচারে মুসলমান হত্যার জবাব দিতে হবে। না হলে তাদের শিক্ষা হবে না।

সর্বশেষ খবর