রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
রোহিঙ্গা শরণার্থী

এক সপ্তাহে পাঁচ দেশের ২৩০ টন ত্রাণ

২ কোটি ৫০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণা ব্রিটেনের

কূটনৈতিক প্রতিবেদক

রাখাইন রাজ্যে সহিংসতায় আক্রান্ত রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটেন। ব্রিটেনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী প্রীতি পাটেল এ ঘোষণা দেওয়ার পাশাপাশি রাখাইনে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অব ইউকে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রীতি বলেন, ‘বিপুলসংখ্যক রোহিঙ্গার বিরুদ্ধে গর্হিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমরা মর্মাহত। রোহিঙ্গা শরণার্থীদের এই দুর্দশা মোকাবিলায় যুক্তরাজ্য অগ্রভাগে রয়েছে। প্রীতি পাটেল বলেন, ‘এর আগে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা ৫৫ হাজার ছাড়ানোর আগে ইউকে ৫৯ লাখ পাউন্ড সহায়তা বরাদ্দ করেছিল। পরে ৮ সেপ্টেম্বর অতিরিক্ত মানবিক ত্রাণ সহায়তা হিসেবে বরাদ্দ করা হয় ৫০ লাখ পাউন্ড। এখন নতুন করে বরাদ্দকৃত সহায়তার পুরোটাই ব্যয় করা হবে মিয়ানমারের নৃশংসতা থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য। অন্যদিকে, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার অংশ হিসেবে গতকাল আরও ২০ টন ত্রাণ নিয়ে বাংলাদেশে এসেছে ইন্দোনেশিয়ার দুটি বিমান। সকাল ১০টায় এবং দুপুর ১২টায় বিমান দুটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর একটিতে রয়েছে ১০ টন চাল ও অন্যটিতে ১০ টন কম্বল, তাঁবু ও তৈরি খাবার। গত তিন দিনে মোট ছয়টি বিমানে প্রায় ৫৭ টন ত্রাণ পাঠাল ইন্দোনেশিয়া। গত বৃহসপতিবার ২০ টন চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার নিয়ে চট্টগ্রামে পৌঁছায় ইন্দোনেশিয়ার পাঠানো দুটি বিমান। শুক্রবার একটি বিমানে আসে সাত দশমিক ১৬ টন ওজনের কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাঙ্ক ও ফ্যামিলি কিটস। অন্য একটি বিমানে আসে ১০ টন চাল। এর আগে ৯ আগস্ট মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ নিয়ে একটি বিমান চট্টগ্রামে এসে পৌঁছে। এরপর ভারত দুটি বিমানে ১০৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন ত্রাণ পাঠিয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে পাঁচ দেশের পাঠানো ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে ২৩০ টন। রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট সাত হাজার টন ত্রাণ পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। এ ছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণবাহী বিমান দুই-তিন দিনের মধ্যে চট্টগ্রাম পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর